ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই বাবার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১০ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে থাকা কোরবান আলী নামে এক দন্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে আইসিইউতে আব্বার মৃত্যু হয়েছে।

এর আগে, গত শুক্রবার নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আলী রেজা জানান, পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় দুই স্কুলশিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। তিনি ওই পথ দিয়ে যাওয়ার সময় তারা সাহায্য চাইলে তিনি ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়।

ঘটনার পর সেদিন সন্ধ্যায় ইফতারি কিনতে বাসা থেকে বের হন আলী রেজা। তখন তাকে একা পেয়ে মারধর করতে থাকেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছেলেকে বাঁচাতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইট দিয়ে কোরবান আলীর মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি