ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৬, ১৪ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত এবং একজন আহত হয়েছেন। 

আজ রোববার ভোরে উপজেলার পারলক্ষ্মীপুরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামের সেন্টু মিয়ার ছেলে খালিদ হোসেন (১৮) ও আরিফ হোসেনের ছেলে তামিম হোসেন ( ১৭)। আহত কিশোরের নাম সজীব হোসেন (১৭)। আহত সজীব চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে। 

সজীবকে মুমুর্ষ অবস্থায় সকাল সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতদের ফুফাতো ভাই বোড়াই গ্রামের আরশাদ হোসেন জানান, ঈদের আনন্দ উদযাপন করতে তাঁর দুই মামাতো ভাইসহ তিনজন কুষ্টিয়ার ইবি থানার হরিনারায়ণপুরে কনসার্ট দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।  

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত কিশোরের সংকটাপন্ন অবস্থা। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি