ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গাজীপুরে একুশে টেলিভিশনের ২৫ বছরে পদার্পণ উৎসব পালিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০০, ১৪ এপ্রিল ২০২৪

গাজীপুরে একুশে টেলিভিশনের  ২৫ বছরে পদার্পণ  নানা আয়োজনে পালিত হয়েছে।

রোববার গাজীপুর জেলার অন্যতম শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার আহমেদ, সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল সাত্তার, পিআইও মোহাম্মদ ছারোয়ার আলম, পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার সুজয় বিশ্বাস, ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধি আরিফ হোসেন খোকন, মাছরাঙ্গা টেলিভিশনের ফারদিন ফেরদৌস, এসএ টিভির মোঃ শাহজাহান মিয়া, একুশে টেলিভিশনের প্রতিনিধি অপূর্ব রায়। 

আলোচনা সভা শেষে সকলের উপস্থিতিতে কেক কেটে একুশে টেলিভিশনের ২৫ বছর পদার্পণ উৎসব উদযাপন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি