ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৩, ১৪ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

আলোচনা সভা ও কেক কেটে রাজশাহীতে একুশে টেলিভিশনের জন্মদিন পালন করা হয়েছে। গৌরবময় দুই যুগ পেরিয়ে ২৫ বছরে পদার্পণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একুশে টেলিভিশনের সমৃদ্ধি কামনা করেন সুধীজনেরা। 

রোববার (১৪ এপ্রিল) নগরীর কাদিরগঞ্জ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ও পরে কেক কাটেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।

একুশের টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, গবেষক ও লেখক মাহবুবুর রহমান, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, একাত্তর টিভির স্টাফ রিপোর্টার রাশিদুল হক রুশো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি