ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫১, ১৪ এপ্রিল ২০২৪

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে একুশে টিভির ২৫ বছরে পদার্পণ উৎসব উদযাপন করা হয়েছে। 

রোববার সকালে বাগেরহাট প্রতিনিধি এইচ এম মইনুল ইসলামের নেতৃত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে র‌্যালীটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 

পরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। 

একুশে টিভির বাগেরহাট প্রতিনিধি এইচ এম মইনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিহার রঞ্জন সাহা, সাংবাদিক আলী আকবর টুটুল, মাসুদুল হক, ইয়ামিন আলী, এসএম শামছুর রহমান, আখমল উদ্দিন শাকি প্রমুখ।

পরে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। এসব অনুষ্ঠানে বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি