ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৫৬, ১৪ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

মোংলায় জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে জনপ্রিয় টেলিভিশন একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। 

রোববার (১৪ এপ্রিল) বেলা ১১টায় একুশে টেলিভিশনের ২৫ বছর পদার্পণ উপলক্ষ্যে র‍্যালী শেষে মোংলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার একুশে টিভির উত্তরোত্তর মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন।

মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসানের সভাপতিত্বে একুশে টিভির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাংবাদিক এইচ এম দুলাল, মনিরুল হায়দার ইকবাল, আবু হোসাইন সুমন, আবুল হাসান, নুর আলম শেখ, নিজাম উদ্দিন, মাহমুদ, হাসান, এনামুল হক, মনিরুল ইসলাম দুলু, সোহাগ মোল্পা, হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শান্ত, পৌর কাউন্সিলর এস এম কবির, শরিফুল ইসলাম ও জি এম আলামিন। 

পরে ২৫ বছর পদার্পণ উপলক্ষ্যে একুশে টিভির কেক কাটেন সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি