ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গণ মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে একুশে টেলিভিশন

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ২০:০০, ১৫ এপ্রিল ২০২৪ | আপডেট: ২০:০১, ১৫ এপ্রিল ২০২৪

ভালুকার সুশীল সমাজের নেতৃবৃন্দ বলেছেন দেশের র্ঐতিহ্যবাহী প্রথম বেসরকারী টিভি একুশে টেলিভিশন গণ মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে, সেই সাথে এই টেলিভিশনের দেখানো পথে অন্যান্য টেলিভিশন গুলো ঠাটছে, এতে তথ্য প্রযুক্তির যুগে একুশে টেলিভিশনের অবদান স্মরনীয়।  একুশে টেলিভিশনের ২৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষে  কেক কাটা ও আলোচনা সভায় এসব কথা বলেন   সুশীল সমাজের নেতৃবৃন্দ। 

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ভালুকা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে  ভালুকা সাংস্কৃতিক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক, ভালুকা সাংস্কৃতিক ফোরামের সভাপতি, একুশে টেলিভিশনের প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলম। 

দি এশিয়ান এজ পত্রিকার সাংবাদিক হুমায়ুন আহমেদ সৃজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার (ভুমি) ভালুকা ফারহান লাবীব জিসান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে সাংবাদিকতায় একুশে টেলিভিশনের গুরুত্বপূর্ণ ভুমিকা তুলে ধরেন।  ভালুকা সাংস্কৃতিক ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি