ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাস-সিএনজি সংঘর্ষে সঙ্গীতশিল্পী পাগল হাসানসহ নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০২, ১৮ এপ্রিল ২০২৪ | আপডেট: ১২:০২, ১৮ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জের ছাতকে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সঙ্গীত শিল্পী ও গীতিকার পাগল হাসানসহ দুইজন নিহত। এ ঘটনায় সিএনজির চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে পাগল হাসানসহ ছাত্তার নামের আরও একজন মারা যান। 

নিহত পাগল হাসান সুনামগঞ্জের ছাতক উপজেলার মুক্তির গাঁও শিমুলতলা গ্রামের দিলসাদ মিয়ার ছেলে এবং একই গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুস ছাত্তার। 

পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিটি যাত্রী নিয়ে দোয়ারাবাজার থেকে আসছিল। খালি বাসটি গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাচ্ছিলো। পথে সুরমা ব্রিজ এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পাগল হাসানসহ আরও একজন ঘটনাস্থলে মারা যান। অন্য ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম। 

ছাতক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ বলেন, ঘটনাস্থলেই পাগল হাসানসহ আরেকজন মারা যান। বাকী ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি