ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৩, ১৯ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নারুয়ায় করতোয়া নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে নাড়ুয়া এলাকায় করোতোয়া নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত মোতালের হোসেন (৬০) জেলার বেলকুচি থানার ধুকুরিয়াবেড়া গ্রামের মৃত বুজরত আলী প্রামানিকের ছেলে।

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার ও মৃত ব্যক্তির স্বজনেরা জানান, ৩ দিন আগে মোতালেব হোসেন করতোয়া নদীতে মাছ ধরতে যান। এরপর বাড়ির লোকজন খোঁজ করেও তাকে পায়নি। 

পুলিশের প্রাথমিক ধারণা, নদীতে মাছ ধরতে গিয়ে স্বাভাবিকভাবে হঠাৎ করে তার মৃত্যু হতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি