ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

আমদানির পরও হিলিতে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ১৯ এপ্রিল ২০২৪

ঈদুল ফিতর ও নববর্ষের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। পুর্বের চেয়ে আলু আমদানির পরিমাণ বাড়লেও কমছে না আলুর দাম। ঈদের পুর্বে বন্দরে ৩০ থেকে ৩২টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা দরে। 

হঠাৎ করে আলুর দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে আলু কিনতে আসা ক্রেতারা।

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারকরা জানান, ঈদুল ফিতর ও নববর্ষ উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধের গত সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে। দেশের বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে বন্দর দিয়ে আলু আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকরা। 

ঈদের পূর্বে ভারতে আলুর দাম কম থাকায় দেশের বাজারে আমদানিকৃত আলুর দাম কম ছিল। তবে হঠাৎ করে ভারতে বৃষ্টির ফলে বন্যা দেখা দেওয়ায় আলুর উৎপাদন ব্যাহত হয়েছে। এতে করে সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় ভারতেই ৫-৭ রুপি কেজি প্রতি আলুর দাম বেড়েছে। 

বাড়তি দামে আলু কিনতে হওয়ায় দেশের বাজারেও আলুর দাম বাড়ছে বলে দাবি আমদানিকারকদের। তবে আবহাওয়া ভালো হলে আলুর দাম কমে আসবে বলেও দাবি তাদের। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি