ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে শেষ হলো ৫ দিনব্যাপী বৈশাখী উৎসব

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশিত : ২০:১৬, ১৯ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেষ হয়েছে লোকজ ঐতিহ্যের ধারক ৫ দিনব্যাপী বৈশাখী উৎসব। উৎসবের সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করা ৫ শতাধিক প্রতিযোগীদের মধ্যে বিজয়ী ১১০ জনকে পুরস্কার ও সনদ দেয়া হয়।

অনুশীলন চক্রের সভাপতি কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্যের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। 

এ সময় আরও উপস্থিত ছিলেন অনুশীলন চক্রের সাধারণ সম্পাদক কাউছার ইকবার, সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, সাংগঠনিক সম্পাদক শাহ আরিফ আলী নাসিম, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান শহীদ, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সাংবাদিক দিপংকর ভট্টাচার্য্য, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অজিত বৈদ্য, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর সাধারণ সম্পাদক সুমন বৈদ্যসহ শ্রীমঙ্গলের সংস্কৃতিজনেরা।

এর আগে ৫ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি