ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে দুটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ২০ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

মেহেরপুরে দুটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে লিটন মাহমুদ (৩৫) নামের এক শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছেন। 

শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মাহমুদ মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের নাসিম আলী ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন ও তার সঙ্গীরা নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই শেষে বাড়ি ফেরার পথে দুটি ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে লিটন লিটনসহ ১১ জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন মাহমুদকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি