ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে হিট স্ট্রোকে গৃহবধূর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩২, ২১ এপ্রিল ২০২৪

মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে শিল্পি খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

রোববার (২১ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিল্পি খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরে স্ত্রী ও পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে।

শিল্পি খাতুনের স্বজনরা জানান, গত কয়েক দিন থেকে মেহেরপুর জেলায় তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। আজ রোববার সকাল থেকেই শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে শিল্পি খাতুন নিজ বাড়িতে কাজ করার সময় স্ট্রোক করে মারা যায়। 

শিল্পি খাতুনের মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমেছে। শিল্পি খাতুনের দুই ছেলে, স্বামী, বাবা-মা ভাইবোনসহ আত্মীয়স্বজন রয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন যাবৎ মেহেরপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মেহেরপুর জেলার তাপমাত্রা ছিলো ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। 

তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষসহ সকল শ্রেণী পেশার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি