ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় আমবাগানে মিললো বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৫, ২২ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

কলারোয়ায় আমবাগান থেকে হযরত আলী মোল্যা (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বোরবার (২১ এপ্রিল) সকালে হযরত আলী মোল্যা বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে আসে। পরবর্তীতে ভাদিয়ালী মাঠের বাবর আলীর আম বাগানে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

সে উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত. মোহর আলী মোল্যার ছেলে। নিহতের ছেলে জানায়, তার পিতার দীর্ঘদিন ধরে মাথার রোগে ভুগছিলেন। 

ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বলেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, হযরত আলী নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি