ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জুতার ভেতরে স্বর্ণ পাচার যুবকের, বিজিবির হাতে আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৩, ২২ এপ্রিল ২০২৪

যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চয়ন হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার রাতে গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক চয়ন হোসেন শার্শা উপজেলার গোগা গাজিপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।

বিজিবি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবির টহলদল সীমান্তের গোগা পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে গোপনে অবস্থান নেয়। ওই সময় পাচারকারি একটি ব্যটারিচালিত ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তখন সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। 

প্রথমে তার শরীর তল্লাশি করে কোন স্বর্ণ পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় স্বর্ণেরবার গুলো রয়েছে। এসময় তার জুতার ভেতরে থেকে ৬টি বার পাওয়া যায়। 

যার ওজন ৭০৪ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ৭২ লাখ ৮ হাজার ২৫৬ টাকা।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার বলেন, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি