ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে কিশোরী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ২২ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় রেশমী (১৬) নামে এক কিশোরীকে গলাটিপে হত্যার দায়ে শাহাদত হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। 

আজ সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দিয়েছেন। মৃত্যুদণ্ড শাহাদাত হোসেন সিংড়া উপজেলার দেওগাছা উত্তর পাড়া গ্রামের মোসলেম প্রামানিকের ছেলে।

নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, গত ২০১৯ সালের ৪ আগস্ট দুপুরে ভিকটিম রেশমি খাতুনকে বাড়িতে একা পেয়ে শ্লীলতার উদ্দেশ্যে জড়িয়ে ধরে। রেশমী নিজেকে ছাড়িয়ে নিয়ে বিষয়টি তার বাবা-মাকে বলে দেবে বলে জানায়। এসময় শাহাদাত ভয় পেয়ে রেশমীকে গলা টিপে হত্যা করে এবং বাড়ির ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। 

পরে বিষয়টি বাড়ির লোকজন টের পেলে শাহাদত সেখান থেকে পালিয়ে যায়। এসময় গ্রামবাসী ধাওয়া করে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। ওই দিন বিকালে রেশমী খাতুনের মা সোনাভান বিবি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে পুলিশ আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে  সোমবার আদালতের বিচারক উল্লেখিত রায় প্রদান করেন। 

পিপি আনিসুর রহমান আরও জানান, দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেন। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি