ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ অব্যাহত, বৃষ্টির জন্য নামাজ আদায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৩, ২৩ এপ্রিল ২০২৪ | আপডেট: ১৪:২৭, ২৩ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা ১২ দিন চলছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে প্রকট আকার ধারণ করেছে। তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক মুসল্লি নিয়ে এই নামাজের জামাতে ইমামতি ও খুদবা পড়েন চুয়াডাঙ্গা রেলস্টেশন মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুদ্দীন আহমেদ।

নামাজ শেষে বৃষ্টি চেয়ে এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় মুসল্লিরা বলেন, চুয়াডাঙ্গায় টানা ১২ দিন ধরে একটানা তাপপ্রবাহ বিরাজ করছে। এ বছর তেমন বৃষ্টিপাতও হয়নি। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমরা খুব কষ্টে আছি। এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার। বৃষ্টি হলে গরম কিছুটা কমবে। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নিকট বৃষ্টি বা পানি চেয়েছি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি