ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে হিটস্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ২৪ এপ্রিল ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মো. নুর ইসলাম মাস্টার নামের এক প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তিনি মারা যান। তাঁর বাড়ি গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পঁচাত্তর বছরের বৃদ্ধ নুর ইসলাম মাস্টার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। আজ বেলা ১০টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙ্গিনায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন দ্রুত এগিয়ে এসে প্রথমে তাঁর মাথায় পানি ঢালেন।

পরে মারাত্মক অসুস্থ অবস্থায় তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে বেলা ১১টার দিকে নূর ইসলাম মাস্টার মৃত্যুবরণ করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারসিন তাবাসুম হক, জানান বয়স বেশি হওয়ায় হিটস্ট্রোকের কারণে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি