ঢাকা, সোমবার   ১৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সেনাবাহিনীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেয়ায় গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫০, ২৫ এপ্রিল ২০২৪ | আপডেট: ১৬:৫০, ২৫ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

নাটোরের বাগাতিপাড়ায় সেনাবাহিনীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আনোয়ার হোসেন (২৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার দিবাগত রাতে বাগাতিপাড়া উপজেলার বিলপাড়া এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার বিলপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, পাবনা জেলার আতাইকুলা থানার শ্রীকোল চরপাড়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে মোকতার হোসাইন (৪২) ও মৃত আনসার আলীর ছেলে দুলাল হোসেন (৩৪)র কাছে থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে “অফিস সহায়ক ও ড্রাইভিং ট্রেড” পদে চাকরিতে নিয়োগের প্রলোভন দেখিয়ে মোকতারের কাছে থেকে ৬ লাখ ২৯ হাজার এবং দুলাল হোসেনের কাছে থেকে ৭ লাখ ৫ হাজার টাকা নিয়ে উভয়কেই ভুয়া নিয়োগপত্র দেয়া হয়।

ওই নিয়োগপত্র নিয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি তারা কাদিরাবাদ ক্যান্টনমেন্টে যোগ দিতে গেলে জানতে পারেন সেটি ভুয়া। এ ব্যাপারে ১৭ জানুয়ারি প্রতারক আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরেই আনোয়ার হোসেনকে দুটি ভুয়া নিয়োগপত্রসহ গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃত অভিযুক্ত প্রতারক আনোয়ার হোসেনকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। বাগাতিপাড়া থানার ওসি নান্নু খান জানান,পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি