ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে দাঁড়ানো কাভার্ডভ্যানে ধাক্কা, সিএনজিচালক নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৩, ২৬ এপ্রিল ২০২৪ | আপডেট: ১০:০৬, ২৬ এপ্রিল ২০২৪

গাজীপুরের কোনাবাড়িতে দাঁড়ানো কাভার্ডভ্যানকে পেছন দিয়ে একটি সিএনজি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত ও আহত হয়েছেন তিন যাত্রী।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের নিচে পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক ও গাড়িটি জব্দ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি যোনের এসি মোঃ আমির হোসেন।

পুলিশ জানায়, ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরের কোনাবাড়ির ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের নিচে পল্লী বিদ্যুতের সামনে একটি কভার্ডভ্যানের পেছনে টাঙ্গাইলমুখী সিএনজি সজোরে আঘাত করায় কভার্ডভ্যানের পেছনে সিএনজিটি ঢুকে পড়ে। এতে সিএনজির চালক ঘটনাস্থলেই নিহত হয়।

এসময় সিএনজির তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক আটক ও গাড়িটি  জব্দ হয়েছে বলে জানায় পুলিশ।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি