ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ যুবকের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ২৮ এপ্রিল ২০২৪

সিলেটে এক সড়ক দুর্ঘটনায় তিন যুবকের প্রাণহানি ঘটেছে। গতকাল শনিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুকুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), একই গ্রামের ছাদ উদ্দিনের ছেলে জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেলযোগে স্থানীয় সোনাসার থেকে বাড়ি ফিরছিলেন দেলোয়ার, রেদোয়ান ও মঞ্জুর। সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের ইটভাটার পাশে পৌঁছামাত্র বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের ওই তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে এবং একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি