ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বাহুবলে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ৩০ এপ্রিল ২০২৪

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় মাছ বোঝাই পিকআপ ও ফ্রেস সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি (ঢাকা মেট্রো ন ১৯-২৩২১) বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে সিলেটগামী ফ্রেস সিমেন্টের ট্রাক (ঢাকা মেট্রোা শ ১৩-০৫৭৩) তগলী নামক স্থানে পৌঁছলে উভয় গাড়ীর সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যায়। 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। তারা গাড়ী দুটি জব্দ করেছে। 

বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি