ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

যশোরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দু’জন

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৬, ৩০ এপ্রিল ২০২৪ | আপডেট: ১২:৫৮, ৩০ এপ্রিল ২০২৪

রাত ও দিনের প্রায় অপরিবর্তিত তাপমাত্রায় গরমে আজ আরও দুরবস্থা যশোরের মানুষের। অব্যাহত তাপদাহে অসুস্থতার সংখ্যা বাড়ছে। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে দুজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল থেকেই অস্তিকর তাপমাত্রা। গতকালের চেয়ে বেশি অনুভব হচ্ছে গরম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। 

যারা প্রয়োজনে বাইরে আসছেন সুযোগ পেলেই বসে নিচ্ছেন গাছের ছায়ায়। ভিড় করছেন রাস্তার পাশের বিভিন্ন শরবতের দোকানে। 

এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে পথচারী ও দিনমজুরদের ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন দেওয়া হচ্ছে। 

গতকাল সোমবার এ জেলার তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এটি। এ দিন রাতেও ছিল তীব্র গরম। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি