ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৩, ৩০ এপ্রিল ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের ধাক্কায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। 

সোমবার রাত ৭টার দিকে কসবার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. আসাদ (৩২) কুমিল্লার দাউদকান্দি সুন্দরপুর এলাকার সেলিম মিয়ার ছেলে। আসাদ নির্মাণ প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশন অ্যান্ড কোং লিমিটেডের প্রকৌশলী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার জানান, সন্ধ্যার দিকে আসাদ মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় চকচন্দ্রপুর এলাকায় ঢাকাগামী মালবাহী একটি ট্রেন আসাদকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি