ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রকৌশলী নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ১ মে ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী শাহাদাৎ হোসেন মুন্না নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। 

বুধবার সকালে মীরের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি সড়ক নির্মাণ কোম্পানির ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে প্রকৌশলী ছিলেন।

পুলিশ জানায়, সকালে প্রকৌশলী শাহাদাত হোসেন মুন্না গাজীপুরের বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে তার কর্মস্থল পূবাইলের মীরের বাজারে যান। সেখানে গিয়ে মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। 

ঘটনাস্থল থেকে দ্রুত আশংকাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাড়ি ময়মনসিংহের নান্দাইলের রাজগাতি খালপাড় গ্রামে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি