ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

চাঞ্চল্যকর পূর্ণিমা শীল ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৫, ১ মে ২০২৪ | আপডেট: ১৬:১৬, ১ মে ২০২৪

২০০১ সালে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর পূর্ণিমা রাণী শীল গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলী (৬০)কে  গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার অমৃত সূত্রধর।

এর আগে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার রাতে আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকা থেকে তাকে আটক করে। ইয়াছিন উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের নিদান আলীর ছেলে। 

উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, ২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা জের ধরে অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালিয়ে কতিপয় আসামি ভিকটিম ও তার মা-বাবা-ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভিকটিম পূর্ণিমা রাণী শীলকে জোর করে ধরে নিয়ে একটি কচুক্ষেতে নিয়ে গণধর্ষণ করে। 

এ ঘটনায় ভিকটিমের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরে মামলায় বিজ্ঞ বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

তিনি আরও জানান, মামলার ৬ জন কারাভোগ করলেও বাকিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে পুলিশ অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা ইয়াছিনকে গ্রেফতার করে পুলিশ। 

পরে বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি