ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

প্রার্থীতা ফিরে পেয়ে মিষ্টিমুখ করালেন সেলিম প্রধান

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:১৪, ২ মে ২০২৪ | আপডেট: ১০:৩৪, ২ মে ২০২৪

রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে পেয়েছেন বলে দাবি করেন জাপান-বংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। উচ্চ আদালতের রায়ে মনোনয়ন ফিরে পেয়েছেন বলে তিনি সবাইকে মিষ্টিমুখ করান।

বুধবার (১ মে) বিকালে রূপগঞ্জের ভুলতা সাওঘাট এলাকায় দোয়া মাহফিল শেষে এলাকাবাসীকে মিষ্টিমুখ করিয়ে তিনি এ বক্তব্য দেন।

প্রার্থীতা ফিরে পেয়েছেন উল্লেখ করে সেলিম প্রধান বলেন, ‘নিম্নআদালতে আমার মনোনয়নপত্র আটকে দেওয়া হয়। পরে উচ্চ আদালতের দ্বারস্ত হতে হয়েছে। উচ্চ আদালত আমার পক্ষে রায় দিয়েছে। এ কারণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ও মিষ্টিমুখ করানো হচ্ছে।’

তিনি বলেন, রূপগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রার্থী পাস করেছে। এভাবে ভাইস চেয়ারম্যান পদ ইলেকশন থেকে সিলেকশন হয়ে গেছে। এটা জাতির সঙ্গে ক্রিমিনালী ও ক্রাইম। এমনকি চেয়ারম্যান পদটাও তাদের সেট করা। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিলেন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার।

সেলিম প্রধান আরও বলেন, ‘যারা নির্বাচনকে বানচাল করার জন্য নানান ধরনের পাঁয়তারা শুরু করেছে। কিন্তু রূপগঞ্জবাসী আমার পরিবার, রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি। এই পরিবারকে মুক্ত করার জন্য আমি যুদ্ধ করতেছি। সুতরাং আমার পক্ষে রূপগঞ্জবাসীর থাকাটা তাদের ঈমানী দায়িত্ব।’

পাতানো নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি যদি ইলেকশনে না আসতে পারতাম, তাহলে সবকিছু সেট করা ছিল। ভাইস চেয়ারম্যান পদ যেমন সিলেকশন হয়ে গেছে, ঠিক সেভাবে সবক্ষেত্রে তাদের সেট করা।”

রূপগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে তিনি বলে, “আমি স্পষ্ট করে বলতে চাই, আপনি নিরপেক্ষ কাজ করবেন।  যদি কোন রকমের কোন কিছু আমি দেখি..। আমার কিছু বলার সুযোগ যেন না হয়। আপনি জনগণের সেবক সেটা ভুলে যাবেন না। আপনি কারও পক্ষ নিয়ে কিছু করবেন না। আপনি জনগণের হয়ে কাজ করবেন।”

মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও মিষ্টিমুখ করান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ আরও অনেকে। 

এর আগে, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাছাই বাছাই শেষে সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়। সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের দায়ের করা এক মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য রূপগঞ্জ উপজেলা পরিষদসহ ১৬১ উপজেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি