ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

রাজবাড়ী প্রতি‌নিধি

প্রকাশিত : ১০:৫১, ২ মে ২০২৪

রাজবাড়ীতে ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোতে একটি মালবাহী ট্রেন ঢোকার সময় লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-রাজবাড়ী-দৌলতদিয়া ও রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ৭টার দি‌কে রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় মালবাহী ট্রেনের এক‌টি ব‌গি লাইনচ‌্যুত হ‌য়ে মেইন লাইন ব্লক হয়ে যায়।

এদি‌কে, লাইনচ‌্যুত মালবা‌হি ট্রেন‌টি উদ্ধা‌রে কাজ শুরু ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ।

জানা‌ গে‌ছে, সকালে রাজবাড়ীর ২নং রেলগেট এলাকার ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোতে (সিক লাইন) ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। আপাতত এই রুটে সকল ট্রেন চলাচল যোগাযোগ বন্ধ রয়েছে। 

পোড়াদাহগামী লোকাল সাটল ট্রেন পাচুরিয়া রেলও‌য়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। রাজবাড়ীতে রি‌লিপ ট্রেন থাক‌লেও মেইন লাইন ব্লক হ‌য়ে যাওয়ায় যে‌তে পার‌ছে না। যার কার‌ণে পিস ট্রলির মাধ‌্যমে উদ্ধার কাজ শুরু করা হ‌য়ে‌ছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি