ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাঙামাটিতে বজ্রপাতে দুইজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ২ মে ২০২৪

Ekushey Television Ltd.

রাঙামাটি জেলার বাঘাইছড়ি ও শহরের সিলেটি পাড়ায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালের দিকে বজ্রপাতে এ নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকার বাহারজান (৬০) এবং রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়া এলাকার জেলে নজির আহমেদ (৪৫)।

বাঘাইছড়িতে বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

আজ সকালে সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়ায় কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন নজির আহামেদ। ঘটনার পরপরই তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নজির আহাম্মেদ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি