ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ২ মে ২০২৪

বেশ কিছুদিন ধরেই সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ফলে বৃষ্টির অপেক্ষায় ছিলেন মানুষ। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামে নেমেছে স্বস্তির বৃষ্টি। 

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রমে নগরী ও জেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে।

প্রায় ৮-১০ মিনিটের বৃষ্টির সঙ্গে ছিল হালকা বাতাস। বৃষ্টির স্থায়িত্ব বেশিক্ষণ না হওয়ায় তাপমাত্রা তেমন কমেনি। 

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
 
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির সঙ্গে চট্টগ্রামের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির কারণে চট্টগ্রামের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে ২৯/৩০ ডিগ্রির মধ্যে ওঠানামা করতে পারে।  

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি