ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অপহরণের ২৯ দিন পর শিশু উদ্ধার, নারী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ২ মে ২০২৪

মা ফিরে পেলেন হারানো সন্তানকে

মা ফিরে পেলেন হারানো সন্তানকে

Ekushey Television Ltd.

গাজীপুরের বাসন এলাকা থেকে অপহরণের ২৯ দিন পর ৮ মাসের শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত আইরিন নামে এক নারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান।

পুলিশ জানায়, গত ৩ এপ্রিল গাজীপুরের নাওজোড় এলাকায় শিশুটির মা সন্তানকে গোসল করিয়ে রুমে রেখে কাপড় দোয়ার জন্য গোসল খানায় যান। ফিরে এসে রুমে সন্তানকে দেখতে না পেয়ে আশপাশে খোজাখুঁজি করেন। একপর্যায়ে না পেয়ে বাসন থানায় পাশের রুমের ভাড়াটিয়া আইরিনকে আসামি করে মামলা দায়ের করেন।

সেই মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে বুধবার বিকাল থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ। এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ শহরের চায়না মোড় এলাকা হতে অপহরণকারী আইরিনকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী আইরিনকে

এ সময় আইরিনের হেফাজত থেকে ৮ মাসের শিশু আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার করা হয়। 

পরে উদ্ধারকৃত শিশুটিকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেয় পুলিশ।

এরআগে উক্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বগুড়া থেকে আইরিনের স্বামী আবু সাঈদ ওরফে সুমনকে গ্রেফতার করে পুলিশ। অপহরনকারী আইরিনের বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার অন্ততপুর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি