ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে পিকআপের চাপায় মায়ের মৃত্যু, বেঁচে গেল সন্তানসহ মেয়ে

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ২ মে ২০২৪

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় চলন্ত পিকআপ ভ্যানের চাপায় জেসমিন আক্তার (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে তার সঙ্গে থাকা মেয়ে রোমানা আক্তার ও নাতি রাহাত ইসলাম প্রাণে বেঁচে গেছেন।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে সদর উপজেলার দালাল বাজার খোয়া সাগর দীঘির পাড়ে (রায়পুর-টু-লক্ষ্মীপুর সড়কে) এ দুর্ঘটনায় মৃত্যু হয় জেসমিন আক্তারের।

তিনি রায়পুর উপজেলার চর মোহনা গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী।

নিহতের মেয়ে রোমানা আক্তার জানান, তার ৪৫ দিনের ছোট্ট শিশু সন্তান রাহাত ইসলামকে দালাল বাজার স্বাস্থ্য ক্লিনিকে ডাক্তার দেখাতে আসেন। ঘটনার সময় তারা একটি অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি পিকআপ তার মাকে চাপা দেয়। ওই সময় তার শিশু সন্তানটি মায়ের কোলে ছিল।

সন্তান বেঁচে গেলেও তার মা গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

দালাল বাজার পুলিশ তদন্ত কেন্দ্র (ইনচার্জ) এমদাদ বিষয়টি নিশ্চিত করেন। ঘাতক ট্রাকটি আটক করে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি