ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ভান্ডারিয়ায় জেপি’র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ৬ মে ২০২৪ | আপডেট: ১৬:০৬, ৬ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাচনের জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহিবুল হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়।  অপরদিকে বৈধতা পেয়েছে ৩ প্রার্থীর মনোনয়নপত্র।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী মোঃ মাহিবুল হোসেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র চাচাতো ভাই। মাহিবুল হোসেন জাতীয় পার্টি জেপি’র ভান্ডারিয়া উপজেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায় বলেন, হলফনামায় অসম্পূর্ন তথ্য দেয়ায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী মাহিবুল হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীর প্রার্থীতা ফিরে পেতে আগামী ৬ থেকে ৮ মে'র মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করার সুযোগ পাবেন। আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি