ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৩ লাখ টাকাসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ৭ মে ২০২৪

Ekushey Television Ltd.

পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনকে ২৩ লাখ টাকা-সহ আটক করেছে র‌্যাব।

সোমবার রাতে সুজানগর চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

তিনি সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

এদিকে শাহিনকে আটকের প্রতিবাদে সকাল থেকে থানা অবরোধ ও বিক্ষোভ করে তার সমর্থকরা। 

র‌্যাব জানায়, উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে র‌্যাবের নিয়মিত টহলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভোটারদের প্রভাবিত করার জন্য ওই টাকা রাখা হয়েছিল বলে স্বীকার করেন শাহীন। 

এ সময় নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করে র‌্যাব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি