ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নকলায় ট্রাক চাপায় জামাই-শাশুড়িসহ নিহত ৩

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৬, ৮ মে ২০২৪

শেরপুরে নকলায় ট্রাক চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত ও ২ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে নকলার পাইশকা গরেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-ঝিনাইগাতি উপজেলার বাসিন্দা রাজা মিয়া (৫৫) ও নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা জবেদা বেগম(৭৫)। তারা সম্পর্কে মেয়ের জামাই ও শাশুড়ি। অন্যজন হলেন আবেদা বেগম।

নকলা থানার ওসি আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকা থেকে ইজিবাইকে করে হতাহতরা শেরপুরের নালিতাবাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলে দু’জন নিহত হন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবেদা বেগম নামের আরও এক নারীর মৃত্যু হয়। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি