ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় চুরির অপবাদে শিশু নির্যাতন, ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ৯ মে ২০২৪ | আপডেট: ১০:৫১, ৯ মে ২০২৪

চুরির অপবাদে কুমিল্লায় তিন শিশুকে বেঁধে মারধরের পর শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরচাপার চেষ্টার ভিডিও ভাইরাল হয়েছে। 

জেলার লালমাই উপজেলায় ভূলইন দক্ষিণ ইউপির আমুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার লালমাই থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এক শিশুর মা। 

ভাইরাল হওয়া ৩ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিন শিশুকে মারধর করছেন ভূলইন দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়ালসহ দুই ব্যক্তি। এসময় মেম্বারের চাচা সামছুল হককেও তাদের মারধর করতে দেখা যায়। 

এক পর্যায়ে মেম্বার আব্দুল আউয়াল শিশুদের পা ধরে ট্রাক্টরের চাকার সামনে নিয়ে আসেন চাপা দেওয়ার জন্য। এ সময় তিন শিশু আর্তনাদ করতে থাকে। 

এ ঘটনায় সামছুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

শিশুর মা নাজমা বেগম জানান, পূর্বশত্রুতার জের ধরে চুরির অপবাদ দিয়ে তারা আমার সন্তানকে অমানবিকভাবে মারধর করে আহত করেছে। প্রকাশ্যে নির্যাতনের সময় স্থানীয় লোকজন দেখলেও তাদের ভয়ে কেউ প্রতিবাদ করেনি। এ ঘটনায় তিনি বাদী হয়ে লালমাই থানায় সামছুল হক ও তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

লালমাই থানার ওসি আবদুল্লাহ আল-মাহফুজ জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর নির্যাতনকারীদের গ্রেফতারে পুলিশ অভিযানে মাঠে নামে এবং সন্ধ্যায় সামছুল হককে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি