ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

নরসিংদীর দুই উপজেলায় কাপ-পিরিচের জয়

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৭, ৯ মে ২০২৪

কাপ-পিরিচ প্রতীকে সদর উপজেলায় আনোয়ার হোসেন ও পলাশে সৈয়দ জাবেদ হোসেন বিজয়ী

কাপ-পিরিচ প্রতীকে সদর উপজেলায় আনোয়ার হোসেন ও পলাশে সৈয়দ জাবেদ হোসেন বিজয়ী

প্রথম ধাপে নরসিংদীর দুই উপজেলা পরিষদ নির্বাচনের বে-সরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দুই উপজেলায় কাপ-পিরিচের প্রার্থী বিজয়ী হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার পরে জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম ফলাফল ঘোষণা করেন। 

নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন কাপ-পিরিচ প্রতিক নিয়ে ৭২ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাকির আনারস প্রতিকে ৫০ হাজার ৯১৫ ভোট পেয়েছেন। 

আনোয়ার হোসেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া পলাশ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বে-সরকারিভাবে তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন। কাপ-পিরিচ প্রতিক নিয়ে সৈয়দ জাবেদ হোসেন ৩১ হাজার ৩৪৩ পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতিক নিয়ে ঘোড়াশাল পৌর মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক ৩০ হাজার ৯৬৮ ভোট পেয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি