ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভোলায় কার্গোর ধাক্কায় ট্রলারডুবি, জেলে নিহত

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৬, ১০ মে ২০২৪ | আপডেট: ১০:০১, ১০ মে ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

ভোলায় কার্গো জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় হারুন মাঝি (৪৫) নামে এক জেলের নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ট্রলারে থাকা বাকি দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছেন।

শুক্রবার ভোরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কাঠিরমাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত হারুন মাঝি একই উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিকা নগরের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে হারুন মাঝিসহ তিন জেলে ধনিয়া কাঠিরমাথা মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন। শুক্রবার ভোরের দিকে একটি কার্গো জাহাজ এসে তার ট্রলারটিকে ধাক্কায় দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। 

এসময় জেলেদের ডাক-চিৎকারে স্থানীয় জেলেরা ছুটে এসে দু'জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও হারুন মাঝি নদীর পানিতে ডুবে নিখোঁজ হন। দুই ঘণ্টা পর অপর এক জেলের জালের সঙ্গে হারুন মাঝির মরদেহ ভেসে ওঠে।

ভোলা নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। নিখোঁজ জেলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি