ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিনাজপুরে ট্রাকের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ১০ মে ২০২৪

Ekushey Television Ltd.

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৮টায় দিনাজপুর-দশ মাইল সড়কে সদর উপজেলার নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত এএসআই মমতাজ আলী (৪৩) ও আহত এএসআই আব্দুল জলিল (৪২) দিনাজপুর কোতোয়ালী থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একটি ঘটনার তদন্ত করতে মোটরসাইকেলে করে মমতাজ ও জলিল শহর থেকে দশমাইলের দিকে যাচ্ছিলেন। পথেই পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। 

দুর্ঘটনায় মমতাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত জলিলকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ডিজিটাল পদ্ধতিতে অনুসরণে ঘাতক ট্রাক ও এর চালককে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি