ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

সোনালী রংয়ের ৬টি মূর্তিসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৮, ১২ মে ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় জিনের বাদশা প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান চলাকালে তাদের কাছে থেকে সোনালী রংয়ের ৬টি মূর্তি উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা তাদেরকে আটক করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর বানিয়াপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শফিউল আলম ও তার স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার টেরীপাড়া গ্রামের মনোয়ার হোসেন, পাবনা আমিনপুর থানার সৈয়দপুর দক্ষিনপাড়া গ্রামের সাহেব আলী শেখের ছেলে মজিবর রহমান ও বন্দের আলী সরদারের ছেলে আকাশ সরদার। 

তারা হাটিকুমরুল গোলচত্ত্বরে দিয়ে পাবনা যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠে। সে সময় থানার এস আই রাজ্জাক, এস আই ওবাইদুর রহমান তাদের নিকটে থাকা ব্যাগ তল্লাশী করে ৬টি সোনালী রংয়ের মূর্তি ও বিভিন্ন ধরনের আর্যুবেদিক ওষুধ উদ্ধার করে।  

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার সলঙ্গা থানায় প্রেস বিফিং করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি