ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ১২ মে ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশায় সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আবু দাউদ চুন্নু মোল্যা (৫২) নিহত হয়েছেন। 

শনিবার (১১ মে) রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজুপুর কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন তিনি। 

নিহত লোহাগড়ার আমাদা গ্রামের হাফিজার রহমান মোল্যার ছেলে। বর্তমানে গোপীনাথপুর এলাকায় বসবাস করতেন। 

গত ৯ মে সকালে বাইসাইকেলে চুন্নু মোল্যা লক্ষীপাশা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে ওই এলাকার মুছা বিশ্বাস দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে  ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় শিক্ষক গুরুতর আহত হলে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। 

লাইভ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার গভীর রাতে তিনি মারা যান।  

ভুক্তভোগীসহ বিভিন্ন পেশার মানুষ জানান, সড়কগুলোতে দ্রুতগতির মোটরসাইকেল স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। উঠতি বয়সের তরুণরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মানুষের জীবনহানি করছে।

এরই ধারাবাহিকতায় গত শনিবার (১১ মে) সকাল ৭টার দিকে নড়াইল-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র মামুন সমাদ্দার (২২) নিহত হয়। এ সময় বাইসাইকেল চালক কাজেম আলী মণ্ডল (৩৫) গুরুতর আহত হন। 

নিহত মামুন সদরের রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার আজিজ মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মামুন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নড়াইল শহর থেকে ফুলতলা সড়কে যাচ্ছিলেন। পথিমধ্যে কাড়ারবিলের মাঝে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল চালক কাজেম আলীকে ধাক্কা দিয়ে সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামুনের মোটরসাইকেলটি দুমড়ে-মুচকে যায়। 

আহত কাজেম আলীর বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি