ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ১২ মে ২০২৪

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

Ekushey Television Ltd.

নাটোরের বাইপাস সড়কে একটি ট্রাকের নিচে চাপা পড়ে রিয়াদ রায়হান (২৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাইপাস সড়কের কান্দিভিটা বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিয়াদ শহরের শরীফ হোসেনে ছেলে এবং নাটোরের এমকে অনার্স কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল অরোহী রিয়াদ রায়হান পিটিআই মোড়ের দিক থেকে নবীনগরের দিকে যাওয়ার সময় কান্দিভিটা বটতলা এলাকায় একটি ইজিবাইককে ওভারটেক করে যাওয়ার সময় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এসময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গেলে চালক রিয়াদ রায়হান ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে নিয়ে যায়। 

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি