ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লোহাগড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০২, ১৩ মে ২০২৪

Ekushey Television Ltd.

বজ্রপাতে নড়াইলের লোহাগড়া উপজেলার সরশুনা গ্রামে নবম শ্রেণির ছাত্র মিরাজ মুন্সীর (১৫) মৃত্যু হয়েছে। 

মাঠে গরু চরাতে গিয়ে রোববার (১২ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। সরুশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে এবং স্থানীয় এলএসজেএন ইউনিয়ন ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় ওই পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। 

এ সময় ওই গ্রামের মাহফুজার মুন্সীর একটি গাভীও বজ্রপাতে মারা যায়। 

এদিকে, মিরাজের দিনমজুর বাবা বিপুল মুন্সী গত শুক্রবার গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকায় কাজ করতে গিয়ে এখনও বাড়ি আসেননি। তিনি কোনো মোবাইল ফোনও ব্যবহার করেন না। তাই ছেলের মৃত্যুর সংবাদ কীভাবে তার বাবাকে জানাবেন, সেই দুশ্চিন্তার কথা সাংবাদিকদের জানিয়েছেন তার পরিবার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি