ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেল কিনে না দেয়ায় টিকটক তরুণের আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ১৩ মে ২০২৪

Ekushey Television Ltd.

মোটরসাইকেল কিনে না দেয়ায় আরমান খান (১৬) নামে এক টিকটক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

রোববার (১২ মে) সন্ধ্যায় নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

আরমান কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং গোবিনগরের অটোচালক হান্নান খানের ছেলে।

প্রতিবেশিরা জানান, আরমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ভিডিও তৈরি করে আপলোড করত। অনেকেই তাকে ‘টিকটক আরমান’ নামে চিনতো। এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেয়ায় আরমান বিষপান করায় তার বাবা একটি মোটরসাইকেল কিনে দেন। 

তবে সেই মোটরসাইকেলটি পুরাতন হয়ে যাওয়ায় আবারও নতুন মোটরসাইকেল কিনে দেয়ার দাবিতে বাবাকে চাপ দেয় আরমান। কিন্তু, আরমানের বাবা নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় রোববার সন্ধ্যায় সাউন্ডবক্স চালিয়ে প্যান্টের বেল্ট খুলে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

প্রতিবেশিসহ বিভিন্ন পেশার মানুষ বলেন, বর্তমানে টিকটক করার নামে অনেকে আজেবাজে কর্মকাণ্ড করে। পরিবারে অশান্তি সৃষ্টি করে। মোটরসাইকেলসহ অনেক জিনিসপত্র কিনে দেয়ার বায়না ধরে। অসহায় পরিবারের পক্ষে এসব জিনিসপত্র কিনে দেয়া সম্ভব হয়ে উঠে না।  মোটরসাইকেল কিনে না দেয়ায় আত্মহত্যা করতে হবে কেন? জীবনটাকে এতো তুচ্ছ মনে করে তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে। 

এই খারাপ দিকে থেকে তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে পরিবারসহ সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে বলে জানান তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি