ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

উপকূল এক্সপ্রেস বিকল, এক ঘণ্টা পর যাত্রা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৪, ১৪ মে ২০২৪

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি হোস পাইপের (হাওয়া চলাচলের) সংযোগ বিচ্ছিন্ন হয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আওটারে বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি এক ঘণ্টা আটকে থাকে।

সোমবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। 

এতে ট্রেনটি এক ঘণ্টা দেরিতে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে ট্রেনটি বিকল হলেও ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।  

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ রেলগেইট এলাকায় পৌঁছালে ট্রেনটির হোস পাইপের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে খবর পেয়ে সংশ্লিষ্টরা প্রায় ঘণ্টাব্যাপী মেরামত কাজ শেষ করলে ট্রেনটি পুনরায় নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। 

এ সময় আপ-ডাউন লাইনে ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি