ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১, ১৪ মে ২০২৪

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে জান্নাতুল আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

সোমবার বিকালে নৌপুলিশের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে চারটার দিকে বাড়ির কাউকে কিছু না বলেই মৈনটের পদ্মা নদীতে গোসল করতে যায় জান্নাতুল। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। খোঁজাখুজির পর মাহমুদপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতা স্থানীয়রা জান্নাতুলকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শেখ আনোয়ারের মেয়ে জান্নাতুল। সে চর হোসেনপুর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।

জান্নাতুলের মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি