ঢাকা, রবিবার   ০৭ জুলাই ২০২৪

খাগড়াছড়ি-রাঙামাটিতে চলছে ইউপিডিএফ`র সড়ক-নৌ অবরোধ

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৯:০৯, ১৫ মে ২০২৪

১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বহালের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে ইউপিডিএফ’র ডাকে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ। 

বুধবার সকাল ছয়টা থেকে শুরু হয় অবরোধ। খাগড়াছড়ির পানছড়ি, জেলা সদর, দীঘিনালাসহ বিভিন্ন এলাকায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলকারীরা। 

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি, কতুকছড়ি, ঘিলাছড়ি, নানিয়ারচরসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই রুটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগে ইউপিডিএফ অবরোধ কর্মসূচির পালন করছে। 

অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি