ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

নাবিক রাজুকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা-বাবা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৪, ১৫ মে ২০২৪

দীর্ঘ ২ মাস অপেক্ষার পর নানা উদ্বেগ-উৎকণ্ঠা শেষে বাড়ি ফিরেছেন নাবিক মোহাম্মদ আনারুল হক রাজু। সন্তানকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার মা-বাবা।

মঙ্গলবার (১৪ মে) রাত ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামপুর গ্রামের বাড়িতে পৌঁছান তিনি। এসময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহর এবি (অ্যাবল সি ম্যান) হিসেবে কর্মরত নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা নাবিক মোহাম্মদ আনারুল হক রাজু।

দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নাবিকের বাবা আজিজুল হক মাস্টার ও মা দৌলত আরা বেগম। রাজুকে পেয়ে স্বজনদের উচ্ছ্বাস বাড়ে কয়েকগুণ, অনেকের চোখে আনন্দ অশ্রু। 

রাজুকে একনজর দেখতে ছুটে আসেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা।

আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ দুপুরে এমভি আবদুল্লাহ জাহাজকে জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। অস্ত্রের মুখে দস্যুরা সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখে। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। 

সেখানে জিম্মিকালীন সময়ে মালিকপক্ষের তৎপরতায় সমঝোতা হয় জলদস্যুদের সঙ্গে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি