ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৯, ১৬ মে ২০২৪

আমের গুণগত মান ঠিক রেখে বাজারজাত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ মৌসুম উদ্বোধন করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার চুয়াডাঙ্গা মহিলা কলেজ পাড়ার মহলদার আম্রকাননের বাদল মিয়ার বাগান থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজীজ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল হক রাসেল, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিন শাহনেওয়াজ রাব্বি, জেলা আম ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল করিমসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চুয়াডাঙ্গার আম সুস্বাদু হাওয়ায় এ আমের কদর রয়েছে বেশ। যার ফলশ্রুতিতে গুণগত মানের এই আম সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। সে অনুযায়ী আম পাড়া শুরু হয়েছে আজ থেকে। 

চলতি মৌসুমে জেলার ৪ উপজেলায় ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। তাতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার মেট্রিক টন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি