ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তাড়াশে ক্যাভার্ডভ্যানে ২২৬ কেজি গাজা, আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩৫, ১৭ মে ২০২৪

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের তাড়াশে ২২৬ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এঘটনায় একটি ক্যাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

আটক মোঃ আল আমিন (২২) ও রাজা চাবিলতা গ্রামের ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)।

র‌্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব ১২’র সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি টিম শুক্রবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুরিয়ায় অভিযান চালায়। সেখানে ঢাকাগামী কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২২৬ কেজি গাজাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। 

দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ থানায় মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি